বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার অবমাননাঃ ইসকনের ২ যুবক গ্রেফতার। এইচএসসি পাসে লাজ ফার্মায় নিয়োগ, নিচ্ছে ক্যাশ অফিসার। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ঝিনাইদহের কোটচাঁদপুর আগুনে পুড়ে ভূষ্মিভুত। রামপাল মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার। একদিনে ১৩১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। উৎসব মুখর পরিবেশে চলছে বণিক সমিতির ভোট গ্রহণ।

দিনাজপুর শীতার্তদের মাঝে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শীতবস্ত্র বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি//
দিনাজপুরে অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। আড়াই হাজার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন চেম্বারের ব্যবসায়ী নেতারা।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর শহরের মালদাহপট্টিস্থ চেম্বার ভবন প্রাঙ্গণে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহযোগিতায় উক্ত শীতবস্ত্র বিতরণ করে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি সুজা-উর-রব চৌধুরী।

এসময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ সভাপতি মানবেন্দ্র দাস মনোজ, পরিচালকবৃন্দ আলহাজ্ব মোফাজ্জল হোসেন, জর্জিস আনাম, রফিকুল ইসলাম মুক্তা, ভবানী শংকর আগরওয়ালা, আলহাজ্ব সৈয়দ সায়েম আহম্মেদ মিঠু, সানোয়ার হোসেন, উদ্দীপ ভৌমিক, জহির খান, এনাম উল্ল্যাহ জ্যামী, আজিজুল ইমাম চৌধুরী, বাদশা ইমাম আরাফাত, শামীম কবির অপু, গোলাম মাজেদুর রহমান ডাবলু।

এছাড়াও ঢাকা চেম্বার অব কমার্সের সহকারী সচিব (প্রশাসন) মো. তামজিদ, সিনিয়র অফিসার (পিআর) সৈয়দ আবরারুল হক সামীসহ দিনাজপুর চেম্বারের সিনিয়র সচিব প্রশান্ত কুমার শান্ত, সচিব মজিবর রহমান প্রমুখ শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শীত নিবারণে গরীব অসহায় শীতার্ত ২ হাজার ৫’শ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। যা শীত চলাকালীন পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে চেম্বার কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102