মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে ২য় ধাপের পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করছেন দিনাজপুর, বিরামপুর ও বীরগঞ্জের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
আজ রোববার শেষ দিনে সকাল ১০টায় থেকে জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন মেয়র এবং কাউন্সিলর পদ প্রার্থীরা। দিনাজপুর, বিরামপুর ও বীরগঞ্জ পৗরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ জেলায় ২য় ধাপে আগামী ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভা গুলোতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ সতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করবে। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে।
দিনাজপুর পৌরসভা মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী রাশেদ পারভেজ,বিএনপি জাহাঙ্গীর আলম,জাতীয় পাটির আহমেদ শফি রুবেল,কমিউনিষ্ট পাটির মেহেরুল ইসলাম, স্বতন্ত্র তহিদুল ইসলামসহ ৩ পৌরসভায় মেয়র পদে মোট ৭ , বিরামপুর ৬,বীরগঞ্জ ৫ মনোনয়ন জমা দিয়েছেন।
তবে চলতি মাসের ২৮ তারিখে প্রথম বারের মত ফুলবাড়ী পৌরসভায় ইভিএমএ ভোট গ্রহন হবে।