শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

‘বড় রাজনৈতিক’ দলে যোগ দিচ্ছেন শাকিব খান?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

একের পর এক চমক দিয়ে ভক্তদের তাক লাগিয়ে চলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সাম্প্রতিক সময়ে তিনি যা-ই করছেন তা মুহূর্তেই পরিণত হচ্ছে ট্রেন্ডে। সিনেমা থেকে শুরু করে বিজ্ঞাপনসহ সব ক্ষেত্রেই যেন তারকাখ্যাতির নতুন মাত্রা যোগ হচ্ছে।

তবে এবার নাকি অভিনয় ছেড়ে রাজনীতির মঞ্চে উঠছেন শাকিব খান! যোগ দেবেন বড় একটি রাজনৈতিক দলে। বেশ কয়েকদিন ধরেই নেটিজেনদের মধ্যে এমন গুঞ্জন সৃষ্টি হয়েছে।

যে মানুষটা পর্দায় নায়ক তিনি কি এবার রাজনীতিতেও ‘হিরো’ হতে চলেছেন? শোবিজের আলো পেরিয়ে তিনি কি সত্যিই পা রাখতে চলেছেন রাজনীতির এ মঞ্চে? শাকিব ভক্তদের মাথায় এখন এই একটাই প্রশ্ন, নাম্বার ওয়ান শাকিব খান কি এবার দেশের নেতৃত্বেও কিছু করে দেখাবেন?

যদিও শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছিলেন শাকিব। সে সময় নায়ক ছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে থেকেই দেশের একটি দৈনিক পত্রিকাকে নায়ক বলেছিলেন, দলমত নির্বিশেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহিদদের যেমন স্মরণ করা উচিত, একইভাবে দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরও সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন করা কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা ঠিক নয়।

এ সময় রাজনৈতিক দলর সঙ্গে নিজের সংশ্লিষ্টতা না থাকার ব্যাপারেও কথা বলেন শাকিব খান। তিনি বলেন, ‘আমি শাকিব খান কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। আমার কোনো রাজনৈতিক পদ বা দায়িত্ব নেই। বিগত সময় আমাকে রাজনীতিতে জড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, শুধু সিনেমার কথা ভেবে সচেতনভাবে এড়িয়ে গেছি আমি। এমনকি কোনো রাজনৈতিক সুযোগ-সুবিধাও নেইনি। বরং অনেক সময় আমাকেই কাজ থেকে ব্যক্তিজীবনে রাজনৈতিক মানুষের মাধ্যমে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে।’

এদিকে শাকিবের রাজনীতিতে আসার খবরে ভক্তরা আনন্দিত হলেও নেটিজেনদের মধ্যে অনেকেই বলছেন, রাজনীতির মঞ্চের চেয়ে পর্দায় নায়ক হিসেবেই শাকিব খান নাম্বার ওয়ান।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বাংলার এ সুপারস্টার। শাকিব সংশ্লিষ্ঠরাও তেমন কোনো ইঙ্গিত দিতে পারেননি। তবে কি এমন খবর শুধুই রটনা, নাকি সত্যিই নায়ক যোগ দিচ্ছেন কোনো বড় রাজনৈতিক দলে, সেটাই এখন দেখার অপেক্ষা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102