শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

শিশু শিল্পীদের প্রতিভা তুলে ধরতে গিভ বাংলাদেশ আয়োজন করছে বিশেষ প্রদর্শনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

গিভ বাংলাদেশ ফাউন্ডেশন ও সেন্ট্রোক্স লিমিটেড যৌথভাবে আয়োজন করছে ‘দ্য ক্যাচার ইন দ্য রাই’ শীর্ষক বিশেষ শিল্প প্রদর্শনী। এই প্রদর্শনীতে শেল্টার হোমে বসবাসরত যৌনকর্মীর সন্তানদের চিত্রকর্ম, কারুশিল্প এবং অন্যান্য সৃজনশীল কাজ উপস্থাপন করা হবে।

প্রদর্শনীর লক্ষ্য শিশুদের প্রতিভা তুলে ধরা এবং তাদের জীবনবাস্তবতা, আশা ও আকাঙ্ক্ষাকে সমাজের সামনে তুলে ধরা। প্রদর্শনী ৫-৬ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্যালারি ৫-এ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ৫ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান হবে ৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

গত এক দশক ধরে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন ‘প্রজেক্ট পথচলা’ কর্মসূচির মাধ্যমে যৌনকর্মী সন্তানদের সঙ্গে কাজ করে আসছে। বর্তমানে ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্রে ৪২ জন শিশু লালন-পালন করা হচ্ছে, যাদের মধ্যে ২৪ জন নিয়মিত স্কুলে যাচ্ছে। কঠিন বাস্তবতা সত্ত্বেও এই শিশুদের অন্তর্নিহিত শক্তি, স্বপ্ন ও সম্ভাবনা প্রদর্শনীতে স্পষ্টভাবে ফুটে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত কার্টুনিস্ট ও ‘উন্মাদ’ পত্রিকার সম্পাদক আহসান হাবীব। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বিএইপিআরসি’র চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষার্থী, কূটনীতি ও গণমাধ্যমকর্মীরাও অংশগ্রহণ করবেন।

২০১৮ সালে প্রতিষ্ঠিত গিভ বাংলাদেশ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, মানুষ এবং সংস্থাকে দেশের উন্নয়নে যুক্ত হওয়ার সুযোগ দেয়। ফাউন্ডেশন জরুরি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি জলবায়ু সহনশীলতা, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং মৌলিক চাহিদা পূরণের ওপর কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102