শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

মিস ইন্টারন্যাশনাল: মুকুট জিতলেন কলম্বিয়ার কাতালিনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

টোকিওতে শেষ হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল ২০২৫। গ্র্যান্ড ফিনালে মুকুট জিতেছেন কলম্বিয়ার কাতালিনা দুক। এই প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন বাংলাদেশের জেসিয়া ইসলামও—পেয়েছেন বিশেষ খেতাব। সেই সাথে নজর কেড়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের।

সৌন্দর্য, আত্মবিশ্বাস আর সামাজিক পরিবর্তনের অঙ্গীকার এই তিনের মিলনেই তৈরি হয় মিস ইন্টারন্যাশনালের মঞ্চ। প্রতি বছর এটি হয়ে ওঠে বিভিন্ন দেশের সংস্কৃতি, গল্প আর সংগ্রামের মিলনস্থল। ২০২৫ সালেও এর ব্যতিক্রম ছিল না।

এ বছরের আলোচনার কেন্দ্রবিন্দু কলম্বিয়ার কাতালিনা দুক। মিয়ামিতে জন্ম হলেও শিকড় তার মেদেলিনে। ছোটবেলা থেকেই সামাজিক কাজে সক্রিয় কাতালিনা মঞ্চে শুধু সৌন্দর্য নয়, উপস্থাপন করেছেন ‘community care’ শিশু স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন নিয়ে তার দীর্ঘদিনের কাজ।

রানওয়েতে তার আত্মবিশ্বাস, শান্ত উপস্থিতি আর প্রশ্নোত্তর পর্বে জাপানি সংস্কৃতি ও জীবনের ছোট খুশিগুলো নিয়ে উত্তর বিচারকদের মুগ্ধ করেছে। ৮০ প্রতিযোগীর মধ্যে Catalina তাই সর্বোচ্চ স্থান অধিকার করে ৬৩তম মিস ইন্টারন্যাশনাল-এর গ্র্যান্ড ফিনালে জয়ী হন।

টপ ফাইভে এ জায়গা করেছেন আরও চার শক্তিশালী প্রতিযোগী। জিম্বাবুয়ের Yollanda Chimbarami, বলিভিয়ার Paola Guzmán, ইন্দোনেশিয়ার Melliza Xaviera Yulian ও ফিলিপাইনের Myrna Esguerra। এ যেন গ্লোবাল ডাইভার্সিটির এক অসাধারণ প্রতিচ্ছবি। বাংলাদেশের জেসিয়া ইসলামও মঞ্চে ঝলমলে উপস্থিতি দেখিয়েছেন। গালা নাইটে তিনি ‘বেস্ট ইন ইভনিং গাউন’ খেতাব অর্জন করেছেন। তার সিগনেচার গ্রেস ও গ্ল্যামার আন্তর্জাতিক গণমাধ্যম ও দর্শকের নজর কাড়েছে, প্রমাণ করেছে যে সৌন্দর্য ও উপস্থাপনায় বাংলাদেশও আন্তর্জাতিক পর্যায়ে পিছিয়ে নেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102