ঢাকা কলেজের ঝুঁকিপূর্ণ আখতারুজ্জামান ইলিয়াস হল সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেন।
হঠাৎ সড়ক অবরোধের কারণে নিউমার্কেট–আজিমপুর–ধানমন্ডি সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।এক শিক্ষার্থী বলেন, “ইলিয়াস হলকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তারপরও চলতি বছর নতুন শিক্ষার্থী তোলা হয়। আজকের ভূমিকম্পে হলটি দুলে উঠেছে, ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। আমরা অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ হল নতুন করে নির্মাণের দাবি জানাচ্ছি। সেই দাবি না মানায় সড়কে নামতে বাধ্য হয়েছি।”অন্য আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজের বিভিন্ন হলে নিয়মিত পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হন। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।শিক্ষার্থীরা জানান, আখতারুজ্জামান ইলিয়াস হল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হওয়ায় এটিকে দ্রুত ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে। পাশাপাশি অন্যান্য ছাত্রাবাসগুলোরও জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারা।