অবশেষে হলিউড সুপারস্টার ‘টম ক্রুজ’ পেলেন বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার। রোববার (১৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে আয়োজিত অ্যাকাডেমির গভর্নর্স অ্যাওয়ার্ডসে মেক্সিকান পরিচালক ‘আলেহান্দ্রো জি. ইনারিতু’ তাকে হাতে তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় টম ক্রুজ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং সিনেমার সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্রুজ বলেন, “সিনেমা আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিয়েছে। এটি ভিন্ন সংস্কৃতি ও মানসিকতা বোঝার সুযোগ দেয় এবং একই সঙ্গে আমাদের মিলও দেখায়। অন্ধকার হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি, আশা করি—এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার পরিচয়।”ছোটবেলার স্মৃতিচারণায় আবেগপ্রবণ হয়ে ক্রুজ জানান, সিনেমা হলে প্রজেক্টরের আলো তার কল্পনাকে উন্মুক্ত করেছিল। সেই আলো তাকে গল্প বলার, চরিত্র নির্মাণের এবং স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়েছে।
এ পর্যন্ত টম ক্রুজ চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন—‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও জেরি ম্যাগুয়ার -এর জন্য সেরা অভিনেতা, ‘ম্যাগনোলিয়া’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং “টপ গান: ম্যাভেরিক”-এর জন্য সেরা প্রযোজক হিসেবে। এই অনারারি অস্কার তাকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে। অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন ডেবি অ্যালেন, উইন থমাস এবং মানবিক অবদানের জন্য ডলি পার্টন।
এদিন আরও সম্মাননা পেয়েছেন কোরিওগ্রাফার-অভিনেত্রী ডেবি অ্যালেন, প্রোডাকশন ডিজাইনার উইন থমাস, সংগীতশিল্পী ও মানবাধিকারকর্মী ডলি পার্টন।
পুরস্কার মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ এ আয়োজনে জেনিফার লরেন্স, মাইকেল বি. জর্ডান, সিডনি সুইনি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডোয়াইন জনসন, এমা স্টোনসহ অসংখ্য সেলিব্রিটি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, টমক্রুজ বর্তমানে পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতুর একটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি ২০২৬ সালের অক্টোবর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: ভ্যারাইটি