শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

অসুস্থ ধর্মেন্দ্রর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করায় হাসপাতাল কর্মী গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

দুই সপ্তাহ চিকিৎসা শেষে বুধবার (১২ নভেম্বর) বাড়ি ফিরেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এ সময় হাসপাতালের বেডে তার অচেতন অবস্থার একটি ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক কর্মী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গত এক সপ্তাহ ধরে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন তার পরিবারের সদস্যরা। হাসপাতাল ভর্তি হওয়ার পর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুয়া মৃত্যুসংবাদও। পরে হেমা মালিনী ও তাদের মেয়ে এষা দেওলের পোস্টে সেই গুঞ্জন থামে। এর মধ্যেই ভাইরাল হয় হাসপাতালে শুয়ে থাকা ধর্মেন্দ্রর ভিডিওটি।

 

ভিডিওটিতে দেখা যায়, হাসপাতালের বেডে অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন ধর্মেন্দ্র। পাশে দাঁড়িয়ে আছেন সানি দেওল, ববি দেওল, করণ দেওল, রাজবীর দেওল এবং অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর। পরিবারের এই একান্ত মুহূর্তটি চুপিচুপি ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেন হাসপাতালের ওই কর্মী। এরপরই আইনি পদক্ষেপ নেয় পুলিশ।এর আগে, প্রখ্যাত এ অভিনেতার মৃত্যুর গুজবে মেয়ে এশা দেওল ছাড়াও ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তখন অভিনেত্রী হেমা মালিনী মিথ্যা প্রতিবেদনের সমালোচনা করে বলেছিলেন, যা হচ্ছে তা একদমই ক্ষমতার অযোগ্য। দায়িত্বশীল মাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছে এবং সুস্থ হচ্ছে, এমন মানুষ নিয়ে মিথ্য খবর ছড়ায়? এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও অসম্মানজনক।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102