শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

খুবিতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠনের নতুন দায়িত্ব পেল কারিনা ও সুমিত

ফাহাদ হোসেন,খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

পরিবেশ ও জলবায়ু এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করা সংগঠন টুয়ার্ডস সাস্টেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক (টিএসকেইউএন)-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী কারিনা সিদ্দিকা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী সুমিত কুমার সেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩০ জন সদস্য নিয়ে এই নতুন কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সানজিদা খাতুন, কোষাধ্যক্ষ সজিব মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুর রহিম নিশান, অফিস সম্পাদক প্রকাশ বিশ্বাস, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক হুমায়রা চৌধুরী, মানব সম্পদ সম্পাদক আশরাফ ফাহিম অনিক, মিডিয়া সম্পাদক মাহিনুল হক আবির, ইভেন্ট সম্পাদক মোছা: মেহের আফরোজ মৌরি এবং প্রচার সম্পাদক নাজমুস সাকিব খান।

এছাড়াও সাস্টেনেবিলিটি দূত হিসেবে দায়িত্ব পালন করবেন মুসতাকিন রনি, ফাতিমা তুজ জহুরা, সাহিনুর আক্তার রিয়া, সোওরব মিস্ত্রি, নাহিদ হাসান, আব্দুল্লা আল আবিদ খান, অনয় চাকমা, তানিয়া সুলতানা নিপা, এসে এম রেদাওনুর রহমান, সুকি মারমা, রেশমি চাকমা, মো: নুর আলম, শেখ আরিফ আহমেদ ও শেখ সুজন আহমেদ।

সংগঠনটির সদস্যরা জানায়, গত এক বছরে টিএসকেইউএন নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো “সমতায় তারুণ্য- ইউথ ফর ইকুয়ালিটি প্রজেক্ট” এর আওতায় দুই দফায় দুটি সেশন আয়োজন, যেখানে তরুণদের মধ্যে সমতা, অন্তর্ভুক্তি ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সংগঠনটি একাধিক ক্লাইমেট স্ট্রাইক ও পরিবেশ সচেতনতা কার্যক্রম আয়োজন করেছে।এসব কার্যক্রম সংগঠনটির সক্রিয় ভূমিকা ও টেকসই ভবিষ্যৎ গঠনে অঙ্গীকারকে প্রতিফলিত করে।

উল্লেখ্য, টুয়ার্ডস সাস্টেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক (টিএসকেইউএন) হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন, যা পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নের ধারণা ছড়িয়ে দিতে কাজ করে। সংগঠনটি শিক্ষার্থীদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করে এবং ক্যাম্পাসে টেকসই জীবনধারা গড়ে তোলার প্রচেষ্টা চালায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102