শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুব্রত চন্দ্র দাস,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
জেলা পুলিশ, গাজীপুর এর আয়োজনে পুলিশ সুপার, গাজীপুর এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে জেলার সকল পূজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর ২০২৫ ইং) উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর ।
এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। সাইবার ক্রাইম মনিটরিং সেল্ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় পুলিশ সুপার মহোদয়, জেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের মতামত গ্রহণ করেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রাক পূজা, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা;  পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, ট্রাফিক ও গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ এবং গাজীপুর জেলা এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্ট এর উপযুক্ত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102