শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

ইসি ছাত্রদলের বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে : অভিযোগ ফরহাদের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপার্থী এস এম ফরহাদ। পাশাপাশি নির্বাচন কমিশন (ইসি) তাদের বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে এস এম ফরহাদ এসব অভিযোগ করেন।

ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের রেসপন্স, অনাবাসী শিক্ষার্থীদের আগমন, নারী শিক্ষার্থীদের আগমন সবকিছু সন্তোষজনক ছিল। শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই এসেছে। সবাই ভোট দিচ্ছেন যার যার মতো করে।

তিনি আরও বলেন, অসঙ্গতি লক্ষ্য করেছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিতরণের মতো ক্যাম্পেইনে নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখেছি ছাত্রদলের দিক থেকে লাইনে এসে এসে লিফলেট, কাগজ দেওয়ার ঘটনা ঘটেছে। সব কেন্দ্রেই এটা ঘটেছে৷ আমরা কনসার্ন জানানোর পরেও সেটা থামানো হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য অসুবিধার কারণ। নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না। এখনও তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি, তারা অভিযোগ জানিয়েছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে এক্সেস দেওয়া হয়েছে। এটিও খুব উদ্বেগের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ। প্রশাসন রীতিমতো আগের মতো এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরে ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল, সেটি না নিয়ে এখনও নীরব ভূমিকা পালন খুবই দুঃখজনক।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই নির্বাচন আপনাদের জন্য। আপনারা এসে মতামত দিন। আপনারা মতামত দিলে অন্যায়কারীরা অবশ্যই ব্যর্থ হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102