শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে : কৃষিবিদ শামীম

শেখ মাসুম বিল্লাহ,(রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। সুস্থ সমাজ ও জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে খেলাধুলাকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ০২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে মোংলা মিঠাখালী বাজার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম একথা বলেন। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলা ও শহীদ জিয়া স্মৃতি সংঘ মিঠাখালীর আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্ট’র আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেল ৪টায় ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা কমিটির সভাপতি মোঃ শাহ আলম শেখ। ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপির নেতা শেখ রুস্তম আলী, রামপাল থানা বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেস বাবু, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক কুদরতি এলাহি, বিএনপি নেতা এমরান হোসেন, ঝংকার ফকির, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, কোকো ক্রীড়া সংসদের মোঃ সেলিম, মেহেদী হাসান সবুজ, সোহেল হাওলাদার, শহীদ জিয়া স্মৃতি সংঘের খানজাহান আলী, ফোকরুল মৃধা, বাবুল হাওলাদার, সোহাগ, টুটুল,মহসিন,সাইফুল গোলদার, ফারুক গোলদার, আলামিন মোড়ল, শাহ আলম শিপন, সোহরাব হোসেন, কৃষকদল নেতা আলামিন, ছাত্রদল নেতা শেখ সিফাতুল্লাহ শুভ, গাজী মঈনউদ্দীন প্রমূখ।
৮ দলীয় ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চাঁদপাই ইউনিয়ন মোংলা বনাম ভোজপাতিয়া ইউনিয়ন রামপাল। চাঁদপাই ইউনিয়ন কে ২-১ গোলে পরাজিত করেন ভোজপতিয়া ইউনিয়ন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102