মোঃ আরমান হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে দিনাজপর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৬ ডিসেম্বর রোববার জেলা ছাত্রলীগে সভাপতি মোঃ তানভীর ইসলাম রাহুলের নেতৃত্বে¡ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে দিনাজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিফাত রহমান লিমন, দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, আদর্শ মহাবিদ্যালয়ের সাধারন সম্পাদক অমিত হাসান অমি, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান, রক্তিম, আরিফ, কুশল, জিয়া, ইমরান, ওভি, রাতুল, রাধেন, রিয়েল, মেরাজ, নাইম প্রমুখ।
সমাবেশে তানভীর ইসলাম রাহুল বলেন, স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চারা দিয়ে উঠছে। জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে স্বাধীনতা বিরোধীরা জানান দিচ্ছে এ বাংলার মাটিকে আবারও পাকিস্তান বানাতে চায়। কিন্তু ছাত্রলীগের একটি কর্মীর একবিন্দু রক্ত থাকতে জাতির পিতার অপমান সহ্য কর হবে না।সভাপতি তানভীর ইসলাম রাহুল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের শাস্তির দাবী জানান।