মোঃ রুবেল, বানারীপাড়া সংবাদদাতা//কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বানারীপাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।সারা বাংলাদেশের ন্যায় বানারীপাড়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ফুসে উঠেছে বঙ্গবন্ধুর সৈনিকেরা । রবিবার সকাল ১১ টায় বানারীপাড়া আওয়ালী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে ডাকবাংলো মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিল সমাবেশে রুপ নেয় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম,উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মেয়র এ্যাডঃ সুভাস চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,সাধারন সম্পাদক এ্যাডঃ মাওলাদ হোসেন সানা,ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা প্রমুখ ।
এছাড়ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার,মাহমুদ হেসেন মাখন,যুগ্ম Ñসাধারন সম্পাদক এটিএম মোস্তফা সরদার,আব্দুল জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু,মজিবুল ইসলাম টুকু,শহিদুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা, ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহাম্মদ,আব্দুল মন্নান মৃধা,রাহাত আহমেদ ননী,সাইফুল ইসলাম সান্ত,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন,উপজেলা যুবলীগ নেতা মুনতাকিম লস্কর কায়েস,মসিউর রহমান সুমন,দুলাল তালুকদার,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পদক ফোরকান আলী হাওলাদার,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল,সম্পাদক সজল চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন,সম্পাদক সুলতান সিকদার,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহমেদ শাওন প্রমুখ।