পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় রোববার সকালে টাঙ্গাইল মহাসড়কে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন সহস্রাধিক দলীয় নেতাকর্মীরা। শীত ওপেক্ষা করে সকাল থেকে দলীয় নেতাকর্মীর চন্দ্রা ত্রিমোড় দলীয় অফিসের সামনে এসে ভীড় জমায়। পরে সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবীর ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাসেল এর নেতৃত্বে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান পদক্ষিণ শেষে চন্দ্রা ত্রিমোড় এলাকায় সমাবেশ করেন। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ আব্দুল ওয়াহাব মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোঃ মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, দেশে নৈরাজ্যর সৃষ্টিকারীদেও ছাড় দেওয়া হবে। যে কোন মূল্যে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বাংলার মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে বাধাদানকারীদের এ বাংলার মাটিতে ঠাই হবে