মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর বিরল উপজেলা ৯নং মঙ্গলপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।৫ডিসেম্বর শনিবার বিকেলে মাইনুল হাসান মহাবিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগের আয়োজনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিরল উপজেলা যুবলীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিরল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ জিল্লুর রহমান, ৯নং মঙ্গলপুর ইউনিয়ন সভাপতি মহিদুল ইসলাম চৌধুরী বাবুল,সাধারণ সম্পাদক মোঃ রাসেদ আলীসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথি বলেন, পদ পদবির আশা করে রাজনীতি করলে আওয়ামীলীগে কারো ঠাই হবেনা। আওয়ামীলীগ এমন একটি সংগঠন যেখানে সকল কর্মীর মুল্যায়ন করা হয় তবে সে যদি দলকে ভালোবেসে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে।
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি বাজদের বিরুদ্ধে সোচ্চার তাই দুর্নীতি করার জন্য রাজনীতি করতে চাইলে সাবধান সে যতো বড়ই হোকনা কেনো প্রধানমন্ত্রী তাকে ছেড়ে কথা বলবেনা।
সম্মেলনে সভাপতি পদে ৪জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়। সাধারণ সম্পাদক প্রার্থীরা সমঝোতায় এলেও সভাপতি পদে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি হোন সাখাওয়াত পারভেজ ডিয়ার ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।