বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি পাসে লাজ ফার্মায় নিয়োগ, নিচ্ছে ক্যাশ অফিসার। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ঝিনাইদহের কোটচাঁদপুর আগুনে পুড়ে ভূষ্মিভুত। রামপাল মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার। একদিনে ১৩১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। উৎসব মুখর পরিবেশে চলছে বণিক সমিতির ভোট গ্রহণ। লেখক হিসেবে স্বীকৃতি লাভ করলেন কয়রা উপজেলার কৃতি-সন্তান মাষ্টার শাহানূর আলম।

বাউফলের ভ্যাকসিন থেকে বঞ্চিত শিশুরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
নিয়োগবিধি সংশোধন ও বেতন আপগ্রেডেশন দাবিতে ১০দিন ধরে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে পটুয়াখালী বাউফলের ৮৫ জন স্বাস্থ্য কর্মী। ২৬ নভেম্বর থেকে শুরু করে তাদের সকল টিকাদান কর্মসূচি বন্ধ রেখে এ কর্মবিরতি চলছে।

এতে করে চলতি মাসের ৫ তারিখে উপজেলার প্রায় ৭২ হাজার ৭শত ৪জন শিশু হাম রুবেলা ভ্যাক্সিন পাওয়া থেকে বঞ্চিত হয়। এর আগে ২৬ নভেম্বর ৮ হাজার ১শত ৪০ জন শিশু ইপিআই টিকা থেকে বঞ্চিত হয়েছে। দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষনা করেন এসকল স্বাস্থ্য কর্মীরা।

তাদের দাবী ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরষনের ঘোষনা দেন এবং ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রী বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।
শনিবার প্রতিশ্রুতির ২২বছর পূর্ণ হয়েছে। কিন্তু দীর্ঘ বছর অতিবাহিত হলেও অদৃশ্য কারনে এর বাস্তবায়ন হয়নি।

চলমান এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক মো: সেলিম মিয়া, স্বাস্থ্য সহকারি মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হারুন অর রশিদ ও নূর জাহান বেগম,নওমালা স্বাস্থ্য সহকারি আল- আমিন মৃধা প্রমুখ।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতিতে থাকায় মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর কারনে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পরেছে প্রায় লক্ষাধীক শিশু। স্বাস্থ্য কর্মপ্লেক্স থেকে টিকার টুলবক্স পাঠাচ্ছি কার্যক্রম না থাকায় একইভাবে ফেরত আসছে। আশা করছি কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে এর সমাধান হবে এবং দ্রুত তারা কার্যক্রমে ফিরে আসবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102