মোঃ আক্তার হোসেন//ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নে বহুল প্রতিক্ষিত জাতুয়া-পালপুর ভায়া মানিকগঞ্জ বাজার-খুরমা রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে ছাতক
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান এ কাজের উদ্বোধন করেন।গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের হাওরাঞ্চলের অবকাঠামো এবং জীবনমান উন্নয়ন প্রকল্পের যোগাযোগ
অবকাঠামো এর আওতাধীন প্রায় ৮ কোটি ৮ লক্ষ
টাকা ব্যয়ে জাতুয়া- পালপুর রাস্তার ভায়া
মানিকগঞ্জ বাজার -খুরমা(মহব্বত পুর,মর্যাদ ও বাদে মর্যাদ)রাস্তার কাজের উদ্বোধন সম্পন্ন হয়েছে। ৪ কিলোমিটার ১’শ ৮০ মিটার আরসিসি ঢালাই, ১০০ মিটার ও ২০০ মিটারের ২টি ছোট্র ব্রীজ এবং ৪টি কালভার্টের নির্মাণ কাজ সম্পন্ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআব্দুল মছব্বির,
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃআব্দুল খালিক,
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু ব্বকর সিদ্দিক,
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন,
ইউপি সদস্য আব্দুল আলীম,ইউপি সদস্য সমুজ মিয়া জায়েদ,আব্দুল মালিক,গেদন মিয়া,রাকিব মিয়া,আফরোজ আলী,মুহিবুর রহমান,মুহিবুল,
আব্দাল মিয়া প্রমুখ।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ ফজলুর রহমান বলেন, আজকে প্রায় ৮ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে এ রাস্তার আরসিসি ঢালাইয়ের নির্মাণ কাজ শুরু হলো।অত্র অঞ্চলের অবহেলিত ও অনুন্নত গ্রামীণ অবকাঠামোগত সকল।উন্নয়নমূলক কার্যক্রম ক্রমান্বয়ে সম্পন্ন করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।