নুরআলম নাহিদ চিলমারী উপজেলাঃচিলমারী উপজেলার জোড়গাছ পুরাতন বাজার হতে বহ্মপুত্র নদ থেকে বালু উওোলন করছে। এই বালু উওোলন করার পড় রাস্তা হিসাবে বেঁচে নিয়েছে নদী ভাঙ্গন রক্ষা করা বোল্ক গুলোর উপড় দিয়ে এতে বোল্ক গুলো নষ্ট হওয়ার আশংকা রয়েছে।
একাধিক ট্রলী দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা। কিছুতেই থামছে না বালুখেকোরা । ওরা অবৈধভাবে পকেট ভারি করলেও নদী ভাঙ্গানের আশঙ্কা করছে স্থানীয়রা। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন করছে বহ্মপুত্র নদ থেকে বালু ব্যাবসায়ীরা।
এতে হুমকির মুখে রয়েছে উপজেলার হাজারো সাধারণ মানুষ। প্রতিবছর সরকার বহ্মপুত্র নদী ভাঙ্গন রোধে শত কোটি টাকা বরাদ্দ দিয়ে থাকেন। কিন্তু বহ্মপুত্র নদে ট্রলী দিয়ে বালু উত্তোলন বন্ধ না হলে ফের নদী ভাঙ্গার আশঙ্কা রয়েছে।
এই বিশষে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বললে জানান এই বিষয়ে জানা ছিল না। কিন্ত এটা বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।