মোঃ এবাদুল ইসলাম, আত্রাই উপজেলা প্রতিনিধি পরির্দশক ইয়াসঃনওগাঁ জেলার আত্রাই উপজেলার ৫ং বিশা ইউনিয়নের রাণীনগর গ্রামে ইয়াস মানবধিকার ও পরিবেশ ক্রাইম সোসাইটির উদ্দ্যগে এবং গ্রাম বাসির সহযোগীতায় বিলের মধ্য দিয়ে ৪ কিঃমিঃ রাস্তা নির্মাণ করেন। এই রাস্তাটি গ্রামের কৃষি উন্নয়নের জন্য নির্মাণ করা হয়, এই রাস্তাটি দিয়ে ১৫০০ বিঘা জমির ধান উঠে আসবে বলে জানান গ্রাম বাসি।
এই রাস্তাটি না থাকায় কৃষকদের প্রতি বছর পোহাতে হতো অনেক দূর্ভোগ। রাণীনগর গ্রামের প্রধান বরগ মোঃ সাইফুল প্রামানিক বলেন এই রাস্তা কৃষকের বর ধানের ব্যায় কমাবেন ও মাঠের ধান ঘরে উঠাতে অনেক সুবিধা দিবেন। তিনি আরো বলেন গত বছর আগাম বন্যা আসায় কয়েকশত বিঘা জমির ধান নষ্ট হয়ে যায়, এই রাস্তা থাকলে ধান নষ্ট হতনা। এই রাস্তাটি আমাদের গ্রাম বসির অতি প্রয়োজনীয় একটি রাস্তা। এই সময় গ্রামের আরো যেসব মুরব্বী উপস্থিত ছিল মোঃ রহনাম সাহা, মোঃ আবুল প্রাং, মোঃ রাজ্জাক প্রাং, মোঃ সাজ্জাত হোসেন এইনারা বলেন যদি সরকারি ভাবে কিছু সহযোগীতা দিতো তাহালে রাস্তার কাজটি আরো ভালো হতো, গাড়ি যাওয়ার উপযোগী হলে কৃষকের দুর্ভোগ কমতো।
এই বেপারে সেখান কার মেম্বার মোঃ সুলতান প্রামাণিক, তার সাথে কথা বললে তিনি রাস্তাটি করে দিবেন বলে আশ্বস্ত করেন গ্রাম বাসিকে। রাস্তাটির কাজ সার্বিক দিক দেখাশুনা করেন ইয়াস মানবধিকারের প্রতিনিধি মোঃ জিয়া প্রামানিক, মোঃ রায়হান কবির সহ আরো অনেকেই। তারা বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই উদ্দ্যগে রাস্তাটি নির্মাণ করা ও এটা একটি মানবিক কাজ।