বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি পাসে লাজ ফার্মায় নিয়োগ, নিচ্ছে ক্যাশ অফিসার। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ঝিনাইদহের কোটচাঁদপুর আগুনে পুড়ে ভূষ্মিভুত। রামপাল মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার। একদিনে ১৩১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। উৎসব মুখর পরিবেশে চলছে বণিক সমিতির ভোট গ্রহণ। লেখক হিসেবে স্বীকৃতি লাভ করলেন কয়রা উপজেলার কৃতি-সন্তান মাষ্টার শাহানূর আলম।

চরফ্যাশন সদর রোডে দীর্ঘ যানজটে পথচারীদের ভোগান্তি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷

ভোলা চরফ্যাশন সদর রোডে এখন প্রতিনিয়ত দীর্ঘ যানজটের কবলে৷ ফলে পথচারীরা ভোগান্তীতে পরছে। দুর্বিষহ হয়ে পড়েছে নিরাপদ সড়কে চলাচলে।

সরেজমিনে এই চিত্র প্রতিনিয়ত দেখা গেছে, বাজারের প্রধান সড়কের দু’পাশে হোন্ডা, বোরাক, রিক্সা, অটো রিকসা, টমটম, নসিমন-করিমনের স্ট্যান্ড!অনেকে ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাস্তার দুইপাশে মটর সাইকোল রেখে যানচলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। এ ছাড়াও রাস্তার দু’পাশ জুড়ে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। সদর রোডে দীর্ঘক্ষণ যানজটের কবলে পড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায় যাত্রী ও যানচালকদের৷

যানজটের বিরক্তিকর অভিজ্ঞতা এড়াতে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহন থেকে নেমে যেতেও দেখা যায়৷

এ ব্যাপারে ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) কমিটির সভাপতি এম আবু সিদ্দিক বলেন, প্রভাবশালী কিছু ব্যক্তিদের সিন্টিকেটের কারনে শহরে প্রতিনিয়ত যানজট ও সড়ক অব্যবস্থাপনার জন্য পৌর কর্তৃপক্ষই দায়ী। কারন তাদের নেই কোন মনিটরিং।নাগরিকসেবা থেকে তারা বঞ্চিত৷ পথচারীদের যানজট নামের দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ সদর রোড উন্মুক্ত রাখতে চরফ্যাশন পৌরসভা ইজারা না দিলেও একটি চক্র সদর রোডের দু’পাশে ছোট ছোট দোকান বসিয়ে ব্যক্তিস্বার্থে লাভবান হলেও মানুষের ভোগান্তি বাড়ছে। শহরে রাস্তার উপর যত্রতত্র বিভিন্ন দোকানের কারনে নাগরিকরা অসহায়। পরিবহনের যেন মিনি স্ট্যান্ডে পরিনত হয়েছে। সাধারণ নাগরিক এই যন্ত্রণা থেকে মুক্তি চায়।

চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী বলেন, চরফ্যাশন বাজারে সড়কের উপর বসানো ছোট ছোট অস্থায়ী দোকান উচ্ছেদ করার দায়িত্ব পৌরসভার।
যানজটের স্থায়ী সমাধানের জন্য অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত থেকে দখলদার উচ্ছেদ করলে স্বাভাবিক হবে মানুষের চলাচল। কমবে যানজট। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ উদ্যোগ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন৷

এ বিষয়ে চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ জানান, একাধিকবার প্রশাসন কে নিয়ে পৌরসভা থেকে রাস্তার উপরের দোকানপাট উচ্ছেদ করলেও তাদেরকে একটি বিশেষ মহল আবার বসায়।নিজেদের বিবেক তাদের একটুও নাড়া দেয়না। নিরাপদে জনসাধারণ চলাচলের ব্যবস্থা করতে হলে সকলের সহযোগিতা চাই৷ জনস্বার্থে আমরা যানজট নিরসনে আবারও তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।

এএসবিডি/এমএমএ

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102