নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় জারিয়া ইউনিয়নের স্বমেশরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১ইং ডিসেম্বর মঙ্গলবার উপজেলার জারিয়া পূর্ব পাড়া অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়। এসময় আগুন দিয়ে ১টি ড্রেজার মেশিনসহ ও পাইপ ধ্বংস করে দেয়া হয়।
এ অভিযানের সময় পূর্বধলার সহকারী কমিশনার ভূমি নাসরীন বেগম সেতু এবং সহযোগিতা হিসাবে উপস্থিত ছিলেন জারিয়া ভূমি অফিসের নায়েব সহ পূর্বধলার থানা পুলিশ
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন বেগম সেতু জানান, অবৈধভাবে স্বমেশরী নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জারিয়া ইউনিয়নের পূর্ব পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে রুস্তম উদ্দিন নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আগুন দিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করে দেয়া হয়।
তিনি আরও বলেন, বালু উত্তোলনের বিষয় নিয়ে বিশেষ আইন রয়েছে। তবে অনেকেই আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন। এটি পরিবেশের জন্য ক্ষতিকর।
এএসবিডি/এমএমএ