শরিফা বেগম শিউলী
রংপুর জেলা প্রতিনিধিঃ
রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (১লা ডিসেম্বর) রংপুর মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ে।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন ও সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া ইসলাম জিম । সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, আমন্ত্রিত অতিথি রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিজু সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম মহানগর ছাত্রদলের সহ সভাপতি সিরাজ উদ্দৌলা ডন, কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি, সাহিত্য প্রকাশনা সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন অনিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আর রাফি সহ মাহিগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক সফিউল ইসলাম সবুজ, সদস্য সচিব জুনায়েদ চৌধুরী, হারাগাছ থানা ছাত্রদলের আহবায়ক রুবেল সদস্য সচিব মমিনুল ইসলাম মুমিন, হাজিরহাট থানা ছাত্রদলের যুন্গ আহবায়ক সোহানুর রহমান সোহান , টেকনিক্যাল স্কুল ও কলেজ ছাত্রদলের আহবায়ক রুমিও, নয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএসবিডি/এমএমএ