শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি রংপুর রিপোর্টার মাহফুজ আলম প্রিন্স আনন্দ টিভি’র অনুসন্ধান বিভাগের সেরা প্রতিবেদকের সম্মাননা পাওয়ায় সংবর্ধনা দিয়েছে মৌচাক পরিবার।
সোমবার মৌচাক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৫ টায় এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মৌচাক পরিবারের প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবু, কবি ও ছড়াকার হাই হাফিজ, কবি ও গল্পকার এটিএম মোর্শেদ, মৌচাক সহ-সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা, কবি খালিদ সাইফুল্লাহ, কবি মিকদাদ, কবি লাবিব ও আরাফাত। সালনা করেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন। সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক মাহফুজ আলম প্রিন্স বলেন, রংপুরের সকলের সহযোগিতায় যে কাজ করেছি সেই কাজের জন্য আনন্দ টিভি কর্তৃপক্ষে দৃষ্টিতে সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছি। এ অর্জন আমার একার না, এ অর্জন রংপুরের মানুষের।
মৌচাক পরিবার আমাকে সম্মান জানিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করলো। এই সংবর্ধনা আমার কাজে আরো শক্তি যোগাবে। আপনারা দোয়া করবেন আমি যেন রংপুর তথা দেশের জন্য কিছু করতে পারি।