শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সাইবার বুলিং ও গুজব বিরোধী “বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

মোঃরনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতাঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আয়োজনে সাইবার বুলিং ও গুজব বিরোধী “বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল হাই’র পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোছলেহ উদ্দিন আহমদ, সিনিয়র সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর পৌরমেয়র মিজানুর রশীদ ভূইয়া, আহমেদ প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাক্তার আব্দুল আহাদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন ভূইয়া,উপজেলা জাতীয় পাটির সভাপতি খলিলুর রহমান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, বাজার তদারক কমিটির সভাপতি জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল,উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী প্রমুখ।

সভাপতির বক্তব্যে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকার বিরোধী গুজব ও জনসাধারণকে হয়রানী মূলক প্রচার প্রচারনা আমরা তা হতে দেব না। তিনি আরো বলেন, মাদক কারবারীদের ঠাই জগন্নাথপুরে হবেনা। তাদেরকে নির্মূল করে দেয়া হবে।

এসময় উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102