বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ঝিনাইদহের কোটচাঁদপুর আগুনে পুড়ে ভূষ্মিভুত। রামপাল মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার। একদিনে ১৩১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। উৎসব মুখর পরিবেশে চলছে বণিক সমিতির ভোট গ্রহণ। লেখক হিসেবে স্বীকৃতি লাভ করলেন কয়রা উপজেলার কৃতি-সন্তান মাষ্টার শাহানূর আলম। স্প্যানিশ রদ্রিইর হাতেই ওঠল ব্যালন ডি’অর।

রংপুরে সংবাদকর্মীর উপর হামলার প্রতিবাদে আন্দোলন ও স্মারক লিপি দিয়েছে সাংবাদিক সমাজ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃরংপুরে সংবাদকর্মীর উপর পুলিশী হামলার ঘটনায় পরপর দু’দফা সময় চেয়ে মেট্রোপলিটন পুলিশ পদক্ষেপ না নেয়ায় ৩ দিনের আন্দোলন কর্মসূচীর মধ্যে আজ রংপুর জেলা প্রশাসক বরাবর স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। এসময় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুর এর ব্যানারে রংপুরের সকল সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উলেখ্য গত ১৭ নভেম্বর বিকেলে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পেশাগত দায়িত্বপালন করার সময় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন লিমন রহমানকে সংঘবদ্ধভাবে ১০-১৫ জন পুলিশী পিটিয়ে ও লাথি মেরে গুরুতর আহত করে। এ ঘটনায় তাৎক্ষনিক রংপুরে কর্মরত সকল সাংবাদিকরা বিক্ষোভ করলে পুলিশ প্রশাসন তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশসহ দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। টিসিএ ঘটনার ফুটেজ পুলিশের কাছে সরবরাহ করেছে। ঘটনার ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তারা দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি।

এসময় বক্তারা বলেন, এখন পর্যন্ত তারা কোন সাংবাদিক সংগঠনের নেতা কিংবা টিসিএ’র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি। এতে করে টিসিএসহ রংপুরের সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সেই ন্যায় বিচার নিয়ে সংশয়েরও সৃষ্টি হয়েছে।

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংবাদকর্মী আবতাব হোসেন,শফিকুল ইসলাম,মাহফুজ আলম প্রিন্স,পলাশ কান্তি নাগ,জাহাঙ্গীর আলম বাদল,মাজহারুল ইসলাম,নজরুল ইসলাম রাজু,জুয়েল ইসলাম,শিমুল ইসলাম,শরিফা বেগম শিউলী,আল শাহরিয়ার জিম,রেজাউল করিম জীবন,মাহবুব সুমন,রিপন ইসলাম,আব্দুল্লা আল মামুন,জালাল মিয়া,অজয় দুলু,রবিন চৌধুরী রাসেল ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুর এর নেতৃবৃন্দ।

আরো বলা হয়, মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার পর থেকে দ্রুততম সময়ের মধ্যে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, বিভিন্ন মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে প্রসংশিত হয়েছে। কিন্তু সাংবাদিকের উপর পুলিশী হামলার ঘটনায় কোন পদক্ষেপ না নেয়াসহ তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় আমরা হতভম্ব হয়ে পড়েছি। সমাজের দর্পন হিসেবে সাংবাদিকদের আখ্যায়িত করা হলেও আজ তারাই বিচার পাচ্ছেন না। এমতাবস্থায় সাংবাদিকের উপর পুলিশী হামলা ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকের হস্তক্ষেপ কামনা করছি। পরে মেয়র রংপুর সিটি কর্পোরেশন বরাবর একটি স্মারক লিপিও প্রদান করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুর এর নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102