বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় দিঘির খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় উদ্ধার করা হয় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা, হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, ৫ লিটার বিষ ও দুটি নৌকা।
আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবন রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।