বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাদ আসর রামপাল মডেল মসজিদে ছাত্রনেতা মোঃ তায়েব নূরের সভাপতিত্বে ও মোঃ আরাফাত হোসেন সবুজের সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যের মোঃ আব্দুল কালাম আজাদ বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সব সময় ইসলামের জন্য কাজ করেছেন। শুধু ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল।’
তিনি বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের ধারা পরিবর্তন করে দিয়েছিলেন। অতীতে মাহফিল অর্থই ছিল কেচ্ছা কাহিনি। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সেই কেচ্ছা কাহিনির পরিবর্তন ঘটিয়ে কোরআন ও হাদীসের আলোকে তাফসির করতেন। তিনি কোরআন দিয়ে আল্লাহর সৃষ্টি এমনভাবে বিশ্লেষণ করতেন, যা সবার মনোজগত আকর্ষণ করতো। এটা তার বক্তব্যের অনন্য একটা গুণ ছিল। তার রেখে যাওয়া দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আমরা চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন – মোঃ জিহাদ, মোঃ আজাদ নাকিম, মোঃ মামুন শেখ,তালিম হাসান, শেখ মাসুম বিল্লাহ, তামিম শেখ সহ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন রামপাল উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুল হান্নান শেখ।