এসময়ে ‘লাল মৎস্য’ নামে একটি হ্যাচারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল বলে সংশিষ্ট সূত্র জানাগেছে।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মোঃ. সেলিমু জ্জামান বলেন,গতকাল বুধবার (১৩ ই আগস্ট) তাদের কাছে খবর ছিল ওই এলাকার কিছু প্রতিষ্ঠানে লাইসেন্স ও অনুমোদন বিহিন হ্যাচারি পরিচালনা করে মানুষের সাথে প্রতারণা করছে। এরই পরিপ্রেক্ষিতে দুপুরের সময়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে দেখা গেছে, ‘লাল মৎস্য হ্যাচারি’ নামে ওই প্রতিষ্ঠান অনুমোদিত অবকাঠামো বা ইনকিউবেটর কিছুই নেই। এরপর ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক ওই প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময়ে যশোর জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যশোর নিয়ম বহির্ভূতভাবে হ্যাচারি পরিচালনা করায় ৮০ হাজার টাকা জরিমানা।