মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি: ২১ বছর ধরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি নিয়োগ দেয়ার দাবীতে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে হাবিপ্রবি‘র সাধারন শিক্ষার্থীরা মানববন্ধন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টা প্রেসক্লাবের সামনের সড়কে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র-ছাত্রীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এসময় তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি নিয়োগ দেয়ার জন্য জোর দাবী জানান। হাবিপ্রবিতে দীর্ঘদিন ট্রেজারারের পদটি শূন্য থাকলেও তা কিছুদিন আগে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ দেয়া হয়। সমান ভাবে প্রো-ভিসি নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকান্ড আরো গতি পাবে বলে তারা জানান। পাশাপাশি সেশন জটসহ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিরোসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন কয়েছেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, হাবিপ্রবি‘র সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জান্নাত-এ-নাঈম,এমবিএ‘র ফাইনাল বর্ষের শিক্ষার্থী মখলেসুর রহমান,অনার্স ফাইনালের শান্ত, সুমন প্রমূখ।
এএসবিডি/এমএমএ