নেত্রকোনা প্রতিনিধিঃটিউশন ফি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সরকার। টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি কোনো অর্থ আদায় না করতে বেসরকারি স্কুলগুলোর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর(মাউশি) অর্থাৎ টিফিন ,পুনঃ ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন এবং এসাইনমেন্ট সংক্রান্ত কোন ফি নেওয়া যাবে না।
নেত্রকোনা আটপাড়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
সরজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অতিরিক্ত টাকা আদায় হচ্ছে। এর মধ্যে ঘাগড়া উচ্চ বিদ্যালয়, তেলিগাতী বি এন এইচ কে একাডেমি, দুর্গা শ্রম উচ্চ বিদ্যালয়, পাহাড়পুর উচ্চ বিদ্যালয় গুলোতে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে তেলিগাতীর বি এন এইচ কে একাডেমির ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, মাসিক বেতন ও ভর্তি ফি, আইসিটি অনলাইন খরচ বাবদ একেক জনের ১০০০-৩০০০ টাকা পর্যন্ত দেওয়ার জন্য বলে দেন । এরমধ্যে অনেকেই কমবেশি দিয়েছেন।
এ ব্যাপারে শিক্ষক জানায় এসাইনমেন্ট ও বেতন এর জন্য কোন টাকা নেওয়া হচ্ছে না। তিনি আরো বলেন ভর্তি ফি ২০০ আইসিটি বিল ৫০০ অনলাইন খরচ ২০০মোট -৯০০ টাকা আদায় করছি।