শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

চিত্রনায়ক জসীমের ছেলে ওউনড’র ভোকাল রাতুল আর নেই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

চিত্রনায়ক জসীমের ছেলে ও জনপ্রিয় রক ব্যান্ড ওউনড’র ফ্রন্টম্যান এ কে রাতুল আর নেই। আজ দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি জিমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যান্ড সদস্য সিয়াম। তিনি বলেন, ‘জিমে থাকা অবস্থায় রাতুলের হার্ট অ্যাটাক হয়। এরপর উত্তরার ক্রিসেন্টসহ আরও একটি হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।’

তিনি জানান, মরদেহ রাতুলের উত্তরার বাসায় নেওয়া হয়েছে। পারিবারিকভাবে তাঁর দাফনের সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক মিউজিকের জগতে ওউনড ব্যান্ড বরাবরই প্রশংসিত। গ্রাঞ্জ ঘরানার অনুপ্রেরণায় নিজেদের আলাদা এক ধারা তৈরি করে নিয়েছে তাঁরা। ২০১৪ সালে তাঁদের আত্মপ্রকাশ ঘটে অ্যালবাম ‘১’ দিয়ে, আর ২০১৭ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘২’। নতুন ধাঁচের সাউন্ড আর রতুলের গায়কীর জন্য খুব অল্প সময়েই ব্যান্ডটি হয়ে ওঠে তরুণদের আইকন। শুধু গায়কই নন, প্রযোজক হিসেবেও রতুল ছিলেন অনন্য।

প্রসঙ্গত, চিত্রনায়ক জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল ও এ কে সামী। তাঁরা তিনজনই ব্যান্ডসংগীতের সঙ্গে যুক্ত। ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’র ড্রামার রাহুল। এদিকে, রাতুল ওউনড’র বেজিস্ট ও ভোকালিস্ট ছিলেন। একই ব্যান্ডে ড্রামার হিসেবে যুক্ত রয়েছেন সামী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102