শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

জাল টাকায় প্রতারিত রইস উদ্দিন গেলেন পবিত্র ওমরাহ পালনে : সহায়তায় অপু বিশ্বাস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

উত্তরার দিয়াবাড়ী হাটে গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হওয়া নাটোরের বৃদ্ধ রইস উদ্দিন এবার যাচ্ছেন পবিত্র ওমরাহ পালনে। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এই ওমরাহ যাত্রায় অর্থসহায়তা দিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, এবং সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফাউন্ডেশনটি।

পোস্টে বলা হয়, “এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন অপু বিশ্বাস। তিনি রইস উদ্দিনের ওমরাহর সম্পূর্ণ খরচ বহন করতে সম্মত হন।”

উল্লেখ্য, গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা রইস উদ্দিন দিয়াবাড়ী হাটে তার লালন-পালিত গরু বিক্রি করতে গিয়ে প্রতারিত হন। ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের একটি গরু বিক্রি করে তিনি পেয়েছিলেন মাত্র ২ হাজার টাকার আসল নোট, বাকি ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল। এই নির্মম প্রতারণায় বাকরুদ্ধ হয়ে যান তিনি। তার কান্না ছুঁয়ে যায় গোটা দেশকে। সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পর তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকেই।

ওমরাহর জন্য যাত্রার সময় রইস উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “যখন জীবন একেবারে থেমে গিয়েছিল, তখন সবাই পাশে দাঁড়িয়েছে। আজ আল্লাহর ঘরে যেতে পারছি—এ যেন স্বপ্ন

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102