শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে সমগ্র জেলায় সাত দিন ব্যাপী করোনা কালীন জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রংপুর নগরীতে মাইকিং, লিফলেট ও মাক্স বিতরণ ২৫ নভেম্বর বুধবার পর্যন্ত এ কার্যক্রম চলবে।
রংপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক ও সাধারণ সম্পাদক ধনজিত ঘোষ তাপস এর নেতৃত্বে রংপুর জেলা ব্যাপী দ্বিতীয় স্টেজে করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাত দিন ব্যাপী মাইকিং, লিফলেট ও মাক্স বিতরণ এর কার্যক্রম শুরু করে দিয়েছে।
এ কার্যক্রম শুরু করার ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক বলেন, করোনা মহামারীর প্রাদুর্ভাবে দ্বিতীয় স্টেজে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে শুরু থেকে এখন পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি।
এএসবিডি/এমএমএ