মুহাম্মদ রায়হান উদ্দিন,চট্রগ্রাম স্টাফ রিপোর্টার।। চট্টলার ঐতিহ্যবাহী সুন্নী শিক্ষা প্রতিষ্ঠান নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার প্রাণ প্রতিষ্ঠাতা , অলিয়ে কামেল শাহ সুফী হযরত আল্লামা আবু সাঈদ তোফাঈল আহমদ (রহঃ) এর ৬২ তম বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা ওদোয়া মাহফিল ১৯/১১/২০২০ইংরেজি রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে গাউছিয়া ছাত্র সংসদের ব্যবস্থাপনায় অত্র মাদরাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস শুক্কুর আনছারীর এর সভাপতিত্ত্বে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলেপ্রধান অতিথি ছিলেন মজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার গভর্ণিং বডির সম্মানিত সভাপতি ও নানুপুর মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা হযরতুলহাজ্ব আল্লামা হোসাইন আহমদ ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদরাসার সম্মানিত সুপার মাওলানা ইলিয়াছ খান আলকাদেরী, খিরাম কাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নাছির উদ্দীন, ফারুকে আযম (রাঃ) সুন্নীয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা জসিম উদ্দীন, এফ.এ. ইসলামীয়া দাখিল মাদরাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা দিদারুল আলম, কিপাইত নগর মুনিরুল উলুম দাখিল মাদরাসার সম্মানিত সুপার মাওলানা মোরশেদ রেজা কাদেরী, বখতপুর মুহিউচ্ছুন্নাহ ইসলামিক কিণ্ডারগার্টেন এর সম্মানিত তত্ত্বাবধায়ক মাওলানা আলী আজম হাশেমী।
বক্তব্য রাখেন অত্র মাদরাসার আরবি ও আইসিটি প্রভাষক আলহাজ্ব মাওলানা মুফতি মাওলানা রমজান আলী রেজভী, মাওলানা ফখর উদ্দীন আলকাদেরী, আরবি প্রভাষক মাওলানা নাছির উদ্দীন আলকাদেরী, গাউছিয়া হেফজ বিভাগের প্রধান জনাব মাওলানা হাফেজ নুরুজ্জামান আলকাদেরী, মাওলানা মতিউর রহমান রেজভী, মুহাম্মদ ইমরান হোসাইন, মাওলানা শামসুল আলম হেলালী, হাফেজ মুহাম্মদ ইমরান হোছাইন।
উপস্থিত ছিলেন গাউছিয়া ইসলামিক কিন্ডারগার্টেন এর তত্ত্বাবধায়ক মাওলানা মাইন উদ্দীন নুরানী, মাস্টার শাহীদুল আলম, মাস্টার নোমান অর রশীদ, মাওলানা বেলাল উদ্দীন, মাওলানা দিদারুল আলম, মাওলানা শফিউল আলম, হাফেজ মোহাম্মদ ফোরকান উদ্দীন, মোহাম্মদ দৌলত হোছাইন, মোহাম্মদ আবদুল কাদের, মুহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ হাসানুজ্জামান, মোহাম্মদ আরিফ উদ্দিন, আবদুর রহিম এবং গাউছিয়া ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দীন ও মুহাম্মদ আলমগীর মাসুদ। মাহফিল সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ আলা উদ্দীন।