মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় প্রথম নারী ইউএনও ফারজানা আক্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন ফারজনা আক্তার।

রবিবার (১ জুন) সকাল ১০টায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন ফারজানা আক্তার।

নবনিযুক্ত ইউএনও ফারজানা আক্তার এর আগে রাজবাড়ী, বরগুনা, গোপালগঞ্জের মুকসুদপুর এবং ঢাকা জেলার ধামরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি টাঙ্গাইল জেলা প্রশাসনে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

ফারজানা আক্তার ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জন্মগ্রহণ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

টুঙ্গিপাড়ার নবনিযুক্ত ইউএনও ফারজানা আক্তার বলেন, “প্রথম নারী ইউএনও হিসেবে এ উপজেলায় যোগ দিতে পেরে আমি গর্বিত। সরকারের একজন কর্মচারী হিসেবে সকলের সার্বিক সহযোগিতায় আমি সততা ও নিষ্ঠার সঙ্গে এ উপজেলায় দায়িত্ব পালন করতে চাই। ইনশাআল্লাহ, সকলের পূর্ণ সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসন জনগণের কল্যাণে কাজ করে যাবে।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102