শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

আশুরা উপলক্ষে রাজধানীতে নেই কোনো নিরাপত্তা হুমকি : ডিএমপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার।

বৃহস্পতিবার (৩ জুলাই) পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, ২৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত আশুরা উপলক্ষে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের শোক পালন কর্মসূচির জন্য ঢাকায় সুসংহত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হোসেনি দালান, বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ সব গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, “গুরুত্বপূর্ণ ইমামবাড়াগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট প্রস্তুত থাকবে।”

এছাড়া, ৬ জুলাই সকাল ১০টায় হোসেনি দালান থেকে ধানমন্ডি লেক কারবালায় পৌঁছানো পর্যন্ত সর্ববৃহৎ তাজিয়া মিছিলের রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করতে নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মোঃ নজরুল ইসলাম বলেন, “১০ মহররমের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। একই দিনে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথ যাত্রাও অনুষ্ঠিত হবে। তাই সবাইকে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাই।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102