ইসরায়েলি বাহিনী গাজায় এক দিনে ১৪০ বারেরও বেশি হামলা চালিয়েছে। সোমবার (৩০ জুন) চালানো এই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ জন ফিলিস্তিনি। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।
গাজা উপকূলীয় একটি ইন্টারনেট ক্যাফেতে ইসরায়েলি নৌবাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। এছাড়া ত্রাণ বিতরণ কেন্দ্র, স্কুল ও বেসামরিক স্থাপনাও হামলার শিকার হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ডিভিশন ৩৬ গাজায় ভূমি দখলের পরিধি আরও বাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় নিহতদের বেশিরভাগই গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা।
বেসামরিক এলাকাকে লক্ষ্য করে এ ধরনের হামলাকে মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।
ইসরায়েলের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হলেও, নিরীহ মানুষের মৃত্যু নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।