শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

আ.লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মেরেছে : ডিএমপি কমিশনার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

হোলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আছে ছিনতাইকারী। আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারা হয়েছে।”

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলায় ২০ জনকে হত্যা করে বাংলাদেশের পাঁচ তরুণ। ওই ঘটনায় আন্তর্জাতিক ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করলেও বাংলাদেশের গোয়েন্দারা তখন বলেছিলেন, স্থানীয় নব্য জেএমবি গোষ্ঠী হামলা চালিয়েছে।

গত বছর পুলিশের সিটিটিসি প্রধান বলেছিলেন, হামলার পর জঙ্গি দমনে সাফল্য এলেও এর বীজ রয়ে গেছে। তবে এ বছর ক্ষমতা পরিবর্তনের পর পুলিশের শীর্ষ কর্মকর্তা বললেন, “জঙ্গি থাকলে নিয়ে ভাবব। এখন ঠেকাতে হবে ছিনতাই।”

হোলি আর্টিজান হামলার দিনটিকে ঘিরে প্রতিবছর গুলশানে নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হলেও এবার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102