শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

জুরাইনে ময়লার স্তূপে স্বাস্থ্যঝুঁকি, ভোগান্তিতে এলাকাবাসী

মোসম্মৎ সাফা আক্তার,সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ছবি : সৈয়দ মোঃ শরিফুল ইসলাম নাঈম

রাজধানীর জুরাইনের রেললাইন ও পাকা মসজিদসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ জনজীবনে চরম দুর্ভোগ তৈরি করেছে। সরু রাস্তার দুই পাশে জমে থাকা আবর্জনা ও ড্রেনের উপচে পড়া নোংরা পানির কারণে স্বাভাবিক চলাচল ও স্বাস্থ্যনিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির আগে থেকেই সরু ছিল। কিন্তু বর্তমানে এক পাশে ড্রেনের পচা পানি এবং অন্য পাশে আবর্জনার স্তূপ জমে থাকায় চলাচলের পথ কার্যত বন্ধ হয়ে পড়েছে। গেট খুললেই নাকে আসে উৎকট গন্ধ, আর নিচে পা ফেলার জায়গা খুঁজে পাওয়া যায় না। সকালবেলা স্কুলগামী শিশু, টিউশন বা অফিসমুখী মানুষ এবং প্রবীণদের চলাফেরা হয়ে উঠেছে চরম কষ্টসাধ্য।

এই এলাকার এক বাসিন্দা, পূজা রায় জানান—প্রতিদিন টিউশনি ও নানা কাজে বাইরে যেতে গিয়ে তাঁকে ভয়াবহ ভোগান্তির মুখে পড়তে হয়। “রাস্তায় পা রাখার মতো জায়গা নেই,” বলেন তিনি। “এক পাশে ড্রেনের পানি, অন্য পাশে ময়লা। সন্ধ্যার পর মশার উপদ্রবে ঘরের ভেতরও আরাম নেই। এই পরিবেশে একজন সুস্থ মানুষ কত দিন থাকতে পারে? মানসিকভাবেও অস্থির লাগে। আমরা দ্রুত এর সমাধান চাই।”

স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি এ এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। পাশাপাশি ডায়রিয়া, চর্মরোগ এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু ও প্রবীণরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

স্থানীয়রা আরও জানান, একাধিকবার অভিযোগ করেও এখনো কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। পরিচ্ছন্নতাকর্মীরা এলেও পুরো এলাকা পরিষ্কার না করে ময়লা পাশে স্তুপ করে রেখে যান, যা পরে আবার ড্রেনে গড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও জটিল করে তোলে।

বর্তমানে এলাকাবাসীর দাবি, দ্রুত নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা হোক। একই সঙ্গে ড্রেন পরিষ্কার, চলাচলের উপযোগী রাস্তার ব্যবস্থা, মশক নিধন কার্যক্রম এবং স্থানীয় স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102