শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

এইচএসসি পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের লং মার্চ ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

আগামী ২৬ জুন শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষার সময় পেছানোর দাবিতে লং মার্চ ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন একদল পরীক্ষার্থী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে লং মার্চ করবেন তারা। পরে বোর্ডের সামনে অবস্থান কর্মসূচিও পালন করা হবে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ‘অমানবিক’। এ কারণে তারা বাধ্য হয়ে আন্দোলনে নামছেন।

সোমবার (১৬ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালাচ্ছেন পরীক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিনে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা ও দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরাও নিজ নিজ শহরে একই ধরনের কর্মসূচি পালন করবেন।

পরীক্ষার্থীরা জানান, এটি হবে তাদের চূড়ান্ত হুঁশিয়ারি কর্মসূচি। এরপরও দাবি না মানলে দেশজুড়ে বড় ধরনের ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হবে।

আন্দোলনকারীদের তিন দফা দাবি:

১. এইচএসসি-২০২৫ সালের পরীক্ষা পেছাতে হবে।

২. জুলাই মাসজুড়ে আন্দোলন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, নিরাপত্তা, লোডশেডিং ও বন্যার কারণে দুই-তিন মাসের পড়াশোনার ক্ষতি পূরণে সময় দেওয়া।

৩. এমসিকিউ (বহুনির্বাচনি) ও সিকিউ (লিখিত) মিলিয়ে পরীক্ষায় পাসের ব্যবস্থা করা। একই সঙ্গে শিক্ষা বোর্ডের ঘোষিত ৩৩ দফা নির্দেশনা বাতিল করা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

ঢাকা বোর্ড জানিয়েছে, আগামী ১৮-১৯ জুন ফের ফরম পূরণের সুযোগ দেওয়া হবে। এতে পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102