রাজধানীর শাহবাগ ও কাটাবন মোড়ের মধ্যবর্তী এলাকায় সোমবার (১৬ জুন) ভোরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। মিছিলের সময় বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শাহবাগ থানার ওসি জানান, মিছিলটি মাত্র ৩০ সেকেন্ড স্থায়ী হয় এবং ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের শনাক্তে ভিডিও বিশ্লেষণ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান, কেউ কেউ প্রশ্ন তোলেন, নিষিদ্ধ সংগঠন কীভাবে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়? পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।