রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরা অবস্থায় কালো মাইক্রোবাসে করে এসে ‘নগদ’-এর এক পরিবেশকের কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ডিএমপি’র উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানান, নগদের পরিবেশকের কর্মীরা মোটরসাইকেলে টাকাসহ যাচ্ছিলেন, এ সময় ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে অর্থ লুটে নেয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছিনতাইকারীরা র্যাবের জ্যাকেট পরে ছোট আগ্নেয়াস্ত্রসহ টাকাভর্তি ব্যাগ নিয়ে দৌড়ে পালায়।
র্যাব-পোশাক পরিহিতদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “তিনি যদি র্যাবের সদস্যও হন, তবু ছাড়া পাবে না।” তিনি নিশ্চিত করেন, র্যাব বা পুলিশের নাম ব্যবহার করেই কেউ অপকর্ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।