দুই বাংলার গুণী অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী। ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘গণ্ডি’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি।
এবার চলচ্চিত্রটি দেশের গণ্ডি পেরিয়ে লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী ১৮ অক্টোবর লন্ডনে শুরু হচ্ছে ‘২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব’। আট দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিন প্রদর্শিত হবে ‘গণ্ডি’।
নির্মাতা ফাখরুল আরেফিন খান বলেন—করোনার এই সময়ে বিশ্বের অনেক দেশের চলচ্চিত্র উৎসব বন্ধ। এর মধ্যেও অনলাইনে রেইনবো চলচ্চিত্র উৎসব আমাদের সিনেমা দিয়ে তাদের উৎসব উদ্বোধন করবে। এটা আমাদের জন্য দারুণ এক সংবাদ!
৫৫ ও ৬৫ বছর বয়েসি দুজন নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। অবসরে থাকা এই দুজন মানুষের বন্ধুত্ব কেমন হয়। পরিবার ও আশেপাশের মানুষ বিষয়টি কীভাবে নেন তা উঠে এসেছে এই চলচ্চিত্রের গল্পে।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা প্রমুখ।
এএসবিডি/আরএইচএস