সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

তারাকান্দায় আসন্ন  ঈদ উল আযহা’কে সামনে রেখে থানা পুলিশের কড়া নজরদারি

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তারাকান্দা থানায় আসন্ন  ঈদ উল আযহা’কে সামনে রেখে থানা পুলিশের কড়া নজরদারি জোরদার করেন থানা পুলিশ।  ‘স্বাধীনতা – সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হই’।
সেই চব্বিশের গণঅভ্যুত্থানের পথ ধরে এবার উদযাপিত হচ্ছে ঈদ-উল-আযাহ।  আসন্ন  ঈদ উল আযহাকে সামনে রেখে তারাকান্দা  থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ টিপু সুলতান সাহেব’র নেতৃত্বে পুরো  তারাকান্দা  উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে স্থানীয়  থানা পুলিশ।

তারাকান্দায় মাদক-জুয়া,অনলাইন জুয়া, বাজিতে লুডু খেলা, গুন্ডামী-মাস্তানী, বেআইনি ভাবে জমি দখল, দলীয় প্রভাব বিস্তার, ছিনতাই, চুরি, গোষ্ঠীগত প্রভাব বিস্তার, রাত ১০ টার পর মহল্লার অলিগলিতে কিশোর স্কুল পড়ুয়া উঠতি বয়সের ছেলেদের চায়ের দোকানে আড্ডা রোধে  তারাকান্দা থানা পুলিশ এই ঈদে  নজরদারি জোরদার করেছেন এবং ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল আযহার সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। সকলের জিবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।

আসন্ন কুরবানীর ঈদের আগে আপনার এলাকায় বহিরাগত সন্দেহ জনক লোকের আনাগোনা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করুন। ঈদে চুরি ছিনতাই রোধে বিশেষ করে গরু চুরি রোধে  থানা পুলিশের একাধিক টহল টিম রাত্রিকালীন পেট্রোলিং কার্যক্রম চালু করেছে।

১০ টি ইউনিয়ন, সদর ইউনিয়নের হাইওয়ে মহাসড়কে টহল জোরদার করেছে। ময়মনসিংহ হতে তারাকান্দার যানবাহন অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যপারে বিশেষ নজরদারি চালু করেছেন থানা পুলিশ।

জনাব টিপু সুলতান আহ্বান জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত তারাকান্দা উপজেলার বিভিন্ন এলাকাতে বসাবস করা লোকজন যেন পরিবার আত্মীয়-স্বজন নিয়ে শান্তিতে মহান পবিত্র ঈদ উদযাপন করেন। বাড়িতে এসেই যেন জমি-জামা নিয়ে কলহের জের ধরে মারামারিতে রক্তের সূত্রপাত না ঘটে।

আসুন আমরা সকলে-ই- কাঁধে কাঁধ রেখে ঐক্যের মাধ্যমে পুলিশ’কে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

তারাকান্দা থানার চৌকষ অফিসার ইনচার্জ মুহাম্মদ টিপু সুলতান  তারাকান্দাবাসীদের উদ্দেশ্যে এই সব অনুরোধ রাখেন। পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাকান্দা  থানা পুলিশ সবসময় মাঠে আছে। আপনারা সবাই সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন এই প্রত্যাশা রাখি। সবাইকে “ঈদ মোবারক”, ঈদ শুভেচ্ছা জানিয়েছেন থানা ইনচার্জ মুহাম্মদ টিপু সুলতান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102