রাজধানীর হাতিরঝিলের একটি ওভারব্রিজের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মাহবুব জানান, সকালের নামাজ শেষে হাঁটাহাঁটি করার সময় তিনি ওই যুবককে অচেতন অবস্থায় ফুটওভার ব্রিজের নিচে পড়ে থাকতে দেখেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, যুবকটি মারা গেছে।
তিনি আরো জানান, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ওই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, তাঁরা তাৎক্ষণিকভাবে যুবকের নাম পরিচয় জানাতে পারেননি। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে এবং ঘটনাটি তাদের দ্বারা তদন্ত করা হবে।