শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

তিন দফা দাবিতে কাকরাইলে অবস্থান, রাজপথ ছাড়বেন না জবি শিক্ষার্থীরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

পুলিশি হামলার বিচারসহ তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেন জবির শিক্ষার্থীরা। তবে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং লংমার্চ ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এরপর থেকে শিক্ষার্থীরা সড়কেই অবস্থান নেন।

স্লোগানে মুখর কাকরাইল মোড়
আজ বৃহস্পতিবার সকালেও কাকরাইল মোড়ে দেখা গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ সড়কে বসে, কেউবা শুয়ে আছেন। মুখে স্লোগান— ‘আপস না সংগ্রাম’, ‘দালালী না রাজপথ’, ‘লড়াই করে বাঁচতে চাই’, ‘চুপ কেন যমুনা, খালি হাতে ফিরবো না’।

তাদের উপস্থিতিতে কাকরাইল মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না’
আন্দোলনকারী শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন, “আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। রাতে আমরা সড়কে থেকেছি, আজও থাকবো। আমাদের আরও সহপাঠীরা যোগ দেবেন।”

এদিকে আন্দোলন ঘিরে কাকরাইল ও আশপাশ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিন দফা দাবি
১. শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার,
২. প্রধান উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ,
৩. শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুনর্গঠন।

উল্লেখ্য, এই দাবিগুলো নিয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আলোচনা হলেও শিক্ষার্থীরা আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102