মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরনগরীতে আন্তঃনগর ট্রেনের দাবি, মোংলায় জনসাধারণের মানববন্ধন একজনের নামে সর্বোচ্চ ১০ সিমের অনুমোদন, ১৫ আগস্ট থেকে কার্যকর কক্সবাজারে সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিহত, নিখোঁজ ২ প্রতিরোধ যোদ্ধাদের বোমা হামলা, একসঙ্গে উড়ে গেল ৫ ইসরায়েলি সেনা হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের যশোর রেস্ট হাউসে হাঙ্গামা করা ছাত্রদল ও স্বেচ্ছা সেবকদল নেতা বহিষ্কার দেশের ৭ জেলায় তীব্র ঝড়ের শঙ্কা ককটেল বিস্ফোরণ, তেজগাঁও কলেজের শিক্ষার্থী গুরুতর আহত ৫ বছর পর কারামুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মানিকগঞ্জে আ. লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও

২৪ ঘণ্টায় গাজায় ১০৬ জনের প্রাণহানি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১০৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময় আহত হয়েছেন ৩৬৭ জনের বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার ৭৬০ জনে। আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২৬৪ জনের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধসে পড়া ভবনের নিচে আটকে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না।

চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় বিমান হামলা শুরু করে। এরপর থেকে এই স্বল্প সময়েই নিহত হয়েছেন ২ হাজার ৬৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৭ হাজার ২০০ জন।

এর আগে ১৫ মাসের রক্তক্ষয়ী অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। দুই মাসের মতো শান্তিপূর্ণ সময় কাটলেও, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতবিরোধকে কেন্দ্র করে আবারও নতুন করে আগ্রাসন শুরু করে ইসরায়েল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে হাসপাতাল, স্কুল, পানির লাইন, বিদ্যুৎ কেন্দ্রসহ প্রায় সকল অবকাঠামো। মানবিক পরিস্থিতি চরম সংকটে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

এই বর্বর আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার শুনানিও চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102