এর আগে গত ২৪ জুন উচ্চ আদালতের আদেশে তারা জামিন পান। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মুক্তির দাবিতে দুজন কারাগারে অনশন করেন।
মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের ১৭তম ব্যাচের শিক্ষার্থী নুর মোহাম্মদ অনিক ও পরিসংখ্যান ডিসিপ্লিনের একই ব্যাচের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা কারাগারের জেলার মনির হুসাইন জানান, ২৪ জুন হাইকোর্টের আদেশে ওই দুই শিক্ষার্থী জামিনপ্রাপ্ত হন। আজ আদেশের কাগজ খুলনা কারাগারে পৌঁছার পর সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় খুবির কয়েকজন ছাত্র তাদের নিয়ে যান।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে পাঁচটি মামলা ছিল। এর মধ্যে খুলনার সোনাডাঙ্গা থানায় বিস্ফোরক আইনে মামলায় দুজনকে ২০ বছরের সাজা দেন আদালত। পরে তারা ওই মামলায় জামিন পান। পাঁচটির মধ্যে চারটিতে তারা জামিনে ছিলেন। বাকি ছিল ময়মনসিংহ কোতোয়ালি থানায় হওয়া সন্ত্রাসবিরোধী মামলা। ওই মামলার কাগজ আজ হাতে পাওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি ওই দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১৭ দিন অজানা স্থানে রেখে তাদের নির্যাতন করা হয়। পরে ২৫ জানুয়ারি তাদের বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিনই তাদের খুলনার কৃষক লীগ কার্যালয় ও আড়ংঘাটা থানার গাড়ির গ্যারেজে বোমা হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর একে একে তাদের বিরুদ্ধে আরও চারটি মামলা করে পুলিশ। সেই থেকে পাঁচ বছর তারা কারাবন্দি ছিলেন। অভ্যুত্থানের পরে তাদের মুক্তির দাবিতে খুবি ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন সহপাঠী, রুমমেট, শিক্ষক ও পরিবারের সদস্যরা। পরে ক্যাম্পাসে মানববন্ধনও করেন শিক্ষক-শিক্ষার্থীরা।