বুধবার, ২১ মে ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

স্ত্রীর ঘর ছাড়া প্রসঙ্গে শামীম বললেন, ‘আমার পাশেই রয়েছে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের স্ত্রী আফসানা আক্তার অভিমান করে ঘর ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে।

সূত্র জানায়, ৭ মে রাতেই অভিমানে বাসা ছেড়ে বেরিয়ে যান তিনি। কিন্তু কেন এই অভিমান?

জানা যায়, সম্প্রতি শামীম তার সাবেক প্রেমিকা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন। তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন। এই নিয়েই শুরু হয় পারিবারিক অশান্তি।

মাত্র মাসখানেক আগে ৪ এপ্রিল পারিবারিক আয়োজনে শামীম-আফসানার বিয়ে হয়। সবকিছু ভালো চলছিল। কিন্তু একের পর এক বিতর্কে নাম জড়ানো এবং পুরোনো প্রেমের প্রসঙ্গ সামনে আসায় ভেঙে যায় শান্তির ছায়া।

তবে স্ত্রী ঘর ছেড়ে যাওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন শামীম হাসান সরকার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার স্ত্রী আমার পাশেই রয়েছে।’

ব্যক্তিগত বিষয় নিয়ে এমন বিতর্কের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘কারা এ ধরনের গুঞ্জন ছড়াচ্ছে জানি না। তবে পারিবারিক বিষয় নিয়ে এমন তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না। আমি যদি কারও সঙ্গে অন্যায় করে থাকি তাহলে আমার বিচার হোক। এটা নিয়ে আমার কোনোই আপত্তি নেই।’

এ পরিস্থিতির মধ্যেই আরও একটি অভিযোগ সামনে এনেছেন অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যা।

বছরদুয়েক আগে একটি শুটিং সেটে শামীমের আচরণ নিয়ে চুপ থাকলেও এবার তিনি মুখ খুলেছেন। তার ভাষায়, ঘটনার প্রতিবাদ না করায় আজও নিজের প্রতি রাগ হয়।

সব মিলিয়ে শামীম হাসান সরকারের জীবনে এখন চলছে অশান্তির ইনিংস। একদিকে স্ত্রী কোথায় আছেন তা নিয়ে রহস্য, অন্যদিকে একের পর এক অভিযোগে নাম জড়ানো, সব মিলিয়ে কঠিন সময়ের মুখোমুখি ‘ভালো ছেলে’ খ্যাত এই অভিনেতা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102